বাউফলে ব্রিজ ভেঙ্গে যাওয়ায় জনগনের দুর্ভোগ

বাউফলে ব্রিজ ভেঙ্গে যাওয়ায় জনগনের  দুর্ভোগ
মোঃ দেলোয়ার হোসেন: পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রোকুল গ্রামে সাবু মিয়ার বাড়ির দক্ষিন পাশে খালের উপর প্রায় ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত আয়ন ব্রিজটি মাঝ বরাবর ভেঙ্গে পরায় ওই গ্রামের দুই হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গত ২০ সেপ্টেম্বর ধানের বীজ বোঝাই টমটম যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে পরে। এই ব্রিজ দিয়ে ইন্দ্রোকুল গ্রামের প্রায় দুই হাজার মানুষ যাতায়ত করত। এ ছাড়াও ওই গ্রামের কাছে ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রোকুল গাবতলা সিনিয়র মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ রাড়ী বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী যাতায়ত করত। ব্রিজটি ভেঙ্গে পরায় বর্তমানে ওই খালে কলা গাছের বেলা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। স্থাণীয় লোকজন এই ব্রিজটি দ্রæত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন । এব্যাপারে সুর্যমনী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ব্রিজটি দিয়ে আপাতাত যাতে জনগন যাতায়াত করতে সে ব্যবস্থা করে দিবেন । এবং আগামী উপজেলা পরিষদের মাসিক সভায় ব্রিজটি নতুন করে টেন্ডার দিয়ে নির্মান করার জন্য আবেদন করবেন।